রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০১৪


রাজু দে
Raju Dey



i love myself
                             

আমি কখনোই ফুচকা খাইনি, মানে খাওয়া হয়ে উঠেনি আরকি! হইতো আমারি দোষ।
ভয় আর ভালোবাসা দুটোই নাড়ির সাথে জড়ায়, জানিনা আমার ক্ষেত্রে কোনটা জড়িয়েছে! খাওয়াই কোনো রুচি নাই, চোখে ঘুম নাই, হটাৎ হটাৎ বমি আসে।
www.RajuDey92.blogspot.com


www.plus.google.com/+RajuDey92/


Facebook Profile:
www.facebook.com/Raju.Jessore


Facebook Page:
www.Facebook.com/RajuDey1992


www.twitter.com/RajuDey_Jes


http://bd.linkedin.com/pub/raju-dey/a3/8b0/b94/

শুক্রবার, সেপ্টেম্বর ১২, ২০১৪


কাল সারারাত জাগনো, এখনো একফোটা ঘুম নাই চোখে।

এখন আর কেউ বলে না, খেয়ে নাও, রাত জেগো না। এটা না ওটা করো। শরীল খারাপ করবে।
আমি যখনি ধীরে ধীরে গুছিয়ে উঠতে শুরু করলাম, আর তখনি তুমি . . . . . . . . .!!!!!!!
এত দুঃখ কষ্টের সময় থাকলে আমার পাশে, আর এখন এই সুখের সময়ে থাকলে না।
প্রায় ১৫ দিন কিছু খেতে পারি না, কোনো কাজ করতে পারছি না, শরীল অসুস্থ।

জানিনা, হটাৎ করে কেন এমন শরীল খারাপ করল?
প্রায় ১৫ দিন অসুস্থ থাকার পর আজ নিজেকে একটু সুস্থ লাগছে।

কতোদিন তিন বেলা খাই না।
কতো হাত ধরে হাটছি, কতো একসাথে চলছি, কতো গল্প করছি।

এগুলো এখনই শুধুই সৃত্মি। 

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১১, ২০১৪



রাজু দে

Raju Dey

আমার সাধ না মিটিলো

আমার সাধ না মিটিলো আশা না পুরিলো
সকলই ফুরায়ে যায় মা
জনমের শোধ ডাকি গো মা তরে
কোলে তোলে নিতে আয় মা
সকলই ফুরায়ে যায় মা

পৃথিবীর কেউ ভালো তো বাসেনা
পৃথিবী ভালবাসিতে জানেনা
যেথা আছে শুধু ভালবাসাবাসি
সেথা যেতে প্রাণ চায় মা
সকলই ফুরায়ে যায় মা


বড় দাগা পেয়ে বাসনা ত্যজেছি
বড় জ্বালা সয়ে কামনা ভুলেছি
অনেক কেঁদেছি কাদিতে পারিনা
বুক ফেটে ভেঙ্গে যায় মা
সকলই ফুরায়ে যায় মা