অতীত
ঘুমটা ভেঙে গেল লিজার ফোনে,
-কই তুমি?
আমি; আমি তো রুমে!
-এখনো ঘুমাচ্ছো?
না, এইতো! ঘুমালে তোমার সাথে কথা বলতাম কিভাবে!
-এখন বাজে কয়টা?
৮টার আগে পরে কিছু হবে।।
-উঠোনা প্লিজ জান। সকাল সকাল ঘুমাতে কী হয়!
কেন?
-আচ্ছা তোমাকে প্রতিদিন কেন আমার বলতে হবে। তোমার কি কোন
ইচ্ছা নায়।
না, আমার কোন ইচ্ছা নাই।
-আচ্ছা, আমি আর কাল থেকে তোমাকে ফোন দিব না।
এটাতো কালও বলেছিলে, তো এই সকালে ফোন কেন দিছো?
-আচ্ছা বাই, রাখি!
ওই তোমাকে কি রাখতে বলছি?
রাখ কেন?
-বাই, তুমি ঘুমাও!
......................................................
ভালো আছো? আজ এত দেরি হল
আসতে?
-আচ্ছা ঠিকই তুমি আসবা
কিন্তু প্রতিদিন সকালে আমার সাথে এরকম করো
কেন! আর তুমি থাকো কই প্রতিদিন, আমি খুজি কিন্তু পাই না।
তোমাকে না দেখে থাকতে
পারিনা, তোমার অনুরোধ না রেখেও পারিনা।
-সকালে এত ভালোবেসে ফোন
দিই তোমাকে, আর তুমি আমার মনটাই খারাপ করে দাও।
আচ্ছা, কাল থেকে হবে না।
রিসিভ করেই একটা কিস দিব, খুশি?
-ওটাতো প্রতিদিনই বলো।
তোমার কলেজ এসে গেছে,
যাও টেক কেয়ার!
-থ্যাংকস!
কেন?
-আসার জন্য।
ধন্যবাদটা তো তোমার
প্রাপ্য, প্রতিদিন সকালে যদি না ডেকে দাও তাহলে আমি তোমার সাথে দেখা করতেই পারতাম
না। ক্লাস শেষ হলে ফোন দিও, আমি ওয়েট করব।
-আবার দেখা করার কি
দরকার, এতক্ষণ দেখে আমাকে মন ভরেনি?
আচ্ছা, বাই! নাম্বার
বন্ধ থাকবে, বাসায় গিয়ে একটা টেক্স দিও।
-না না না জান, অমন করে
না লক্ষীটি। তুমি এত খাটাশ কেন একটু বলবা?
ক্লাসে মনোযোগ দিও......
......মনি ওঠ, ৮টা বাজে!
বাইরে যাবি না?
না মা, আজ থেকে আর সময়ে
অসময়ে বাইরে যাব না!