বুধবার, মার্চ ০৪, ২০১৫

    
                                                                 Raju Dey

Raju Dey

                                               Raju Dey

       কবিতা

অপেক্ষা করতে করতে আতশবাজির
মতো কখন যে ফুরিয়ে গেছি,
তোমার ঈশ্বরও জানেন না।
অথচ আঁধার পেরোবার আগে,
তোমার আমাকে
আকাশভরা সূর্যোদয় দেবার
কথা ছিল।
- রুদ্র গোস্বামী
আমি পাইলাম, অবশেষে তাঁহাকে পাইলাম আমি!
অনেক খোঁজাখুঁজির পরও তাঁহাকে না পাইয়া আমি যারপরনায় হতাশ ছিলাম! হঠাৎ বিস্ময়কর ভাবে তাঁহার নাম আমার সাজেশনের প্রথমে দেখিলাম,
আমি আনন্দে পুলকিত হইয়া বিন্দুমাত্র বিলম্ব না করিয়া তাঁহাকে বন্ধু হইবার আমন্ত্রণ পাঠাইয়াছিলাম এবং সে নিমিষেই আমাকে বন্ধু করিয়া লইল!
আমি এখন আকাশে বিচরণ করিতেছি!!
মুক্তচিন্তা থেমে থাকতে পারে না, মুক্তচিন্তা থেমে থাকবে না।

বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার, সেই সাথে সংখ্যালঘু ও নাস্তিকদের।

কিছু মানুষকে সঙ্গায়িত করার কোন সংঙ্গায় থাকে না।

                                     বাবু

আমি প্রতিটা দিন অনেকের কাছ থেকে অনেক কিছু শেখার চেষ্টা করি, তাঁদের সবার কাছে আমি ঋণী

তবে সবচেয়ে ঋণী তাঁর কাছে, যে আমাকে জীবন সম্পর্কে শিখতে সাহায্য করেছে

                                   অতীত

ঘুমটা ভেঙে গেল লিজার ফোনে,
-কই তুমি?
আমি; আমি তো রুমে!
-এখনো ঘুমাচ্ছো?
না, এইতো! ঘুমালে তোমার সাথে কথা বলতাম কিভাবে!
-এখন বাজে কয়টা?
৮টার আগে পরে কিছু হবে।।
-উঠোনা প্লিজ জান। সকাল সকাল ঘুমাতে কী হয়!
কেন?
-আচ্ছা তোমাকে প্রতিদিন কেন আমার বলতে হবে। তোমার কি কোন ইচ্ছা নায়।
না, আমার কোন ইচ্ছা নাই
-আচ্ছা, আমি আর কাল থেকে তোমাকে ফোন দিব না।
এটাতো কালও বলেছিলে, তো এই সকালে ফোন কেন দিছো?
-আচ্ছা বাই, রাখি!
ওই তোমাকে কি রাখতে বলছি? রাখ কেন?
-বাই, তুমি ঘুমাও!
......................................................
ভালো আছো? আজ এত দেরি হল আসতে?
-আচ্ছা ঠিকই তুমি আসবা কিন্তু  প্রতিদিন সকালে আমার সাথে এরকম করো কেন! আর তুমি থাকো কই প্রতিদিন, আমি খুজি কিন্তু পাই না।
তোমাকে না দেখে থাকতে পারিনা, তোমার অনুরোধ না রেখেও পারিনা।
-সকালে এত ভালোবেসে ফোন দিই তোমাকে, আর তুমি আমার মনটাই খারাপ করে দাও।
আচ্ছা, কাল থেকে হবে না। রিসিভ করেই একটা কিস দিব, খুশি?
-ওটাতো প্রতিদিনই বলো।
তোমার কলেজ এসে গেছে, যাও টেক কেয়ার!
-থ্যাংকস!
কেন?
-আসার জন্য।
ধন্যবাদটা তো তোমার প্রাপ্য, প্রতিদিন সকালে যদি না ডেকে দাও তাহলে আমি তোমার সাথে দেখা করতেই পারতাম না। ক্লাস শেষ হলে ফোন দিও, আমি ওয়েট করব।
-আবার দেখা করার কি দরকার, এতক্ষণ দেখে আমাকে মন ভরেনি?
আচ্ছা, বাই! নাম্বার বন্ধ থাকবে, বাসায় গিয়ে একটা টেক্স দিও।
-না না না জান, অমন করে না লক্ষীটি। তুমি এত খাটাশ কেন একটু বলবা?
ক্লাসে মনোযোগ দিও......

......মনি ওঠ, ৮টা বাজে! বাইরে যাবি না?
না মা, আজ থেকে আর সময়ে অসময়ে বাইরে যাব না!